দেবহাটায় ছাত্রলীগের সভাপতিকে হত্যার হুমকি ও অপহরণ করার চেষ্টায় জনতার হাতে আটক-০১

0
551

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনকে হত্যার হুমকি ও অপহরণ করার চেষ্টায় জনতার হাতে একজন আটক হয়েছে। এঘটনায় খেজুর বাড়িয়া গ্রামের সামছুর রহমানের পুত্র উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন দেবহাটায় থানায় মামলা দায়ের করেছে। মামলার বিবরণ সূত্রে জানাযায়, রাত ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন পারুলিয়াস্থ আইডিয়াল অফিস সংলগ্ন শাহিনের কফি হাউজে চা খাওয়ার সময় পারুলিয়া থেকে প্রাইভেটকার যোগে উক্ত স্থানে উপস্থিত হয়ে সুমনকে গাড়ির নিকট ডাকে। এসময় সুমন রাস্তার উপর গাড়ির কাছে গেলে তাকে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক অপহরণ করে গাড়িতে তুলে সাতক্ষীরার দিকে নিয়ে যেতে শুরু করে এবং অপহারণকারীরা তাকে চিৎকার করলে জীবনে শেষ করে দেওয়ার হুমকি দেয়। ঐ সময় তারা পারুলিয়া এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে সুমনের চিৎকার শুনে স্থানীয় কয়েক জন দ্রুত এসে তাদের গতি রোধ করলে এবং গাড়িতে ইট খোয়া মারতে থাকলে একপর্যায়ে সুমনকে উদ্ধার করে। এসময় স্থানীয়রা গোপালগঞ্জ জেলার কাশিয়ান থানার বাইতগান্ধি গ্রামের শেখ ওমর আলীর ছেলে শেখ রানা (৩৫)কে ধরে মারপিট করে এবং পুলিশে দেয়। আটক রানা জবানবন্দিতে জানা যায়, রানাসহ গাড়িতে পালিয়ে যাওয়া তার অপর তিনজন সহযোগীরা হলেন খুলনা জেলার সোনাডাঙ্গা থানার শেখ পাড়া মেইন রোড (গোবরডাঙা) গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আসিফ(৩২), গাড়ির চালক নড়াইল জেলার লোহাগড়া থানার পরানপুর গ্রামের জামাল মুন্সির ছেলে অহেদ মুন্সি (৩২) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খায়েরহাট গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে হাফিজুর রহমান ছাত্রলীগের সভাপতি সুমনকে হত্যা করার উদ্দেশ্যে অপহরন করতে আসে। এঘটনায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন বলেন, কয়েকজন ব্যক্তি আমাকে হত্যার হুমকি দিয়ে প্রাইভেটকার যোগে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আমার ডাক ও চিৎকারে স্থানীয় জনতার হাতে একজন আটক পুলিশে দেওয়া হয়েছে। এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইরচার্জ ্িবপ্লব কুমার সাহা জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনকে হত্যার হুমকি ও অপহরণ করার চেষ্টায় জনতার হাতে আটক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় অপহরণকারীদের নামে মামলা দায়ের করা হয়েছে। যার নং-০৭ তাং- ২০/০১/২০২০ ইং।