দেবহাটায় উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল গণি, সবুজ ও স্পর্শ বিজয়ী

0
518

আব্দুর রব লিটু, দেবহাটা:
দেবহাটায় শান্তিপূর্ণ ভাবে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে পুনঃরায় নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল গণি। এছাড়া ১ম বারের মত ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ এবং কলস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নাট্য পরিচালক জিএম সৈকাতের স্ত্রী জিএম স্পর্শ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু থেকে ভোটারদের উপস্থিতির হার কম থাকলেও বেলা বাড়ার পর বাড়তে থাকে ভোটদের সংখ্যা। এমনকি দুপুরের পরবর্তী সময়েও কিছুটা উপস্থিতির হার লক্ষ্য করা যায়। তবে ভোট কেন্দ্র গুলোতে ভোটরদের উপস্থিতি বেশি না থাকলেও কেন্দ্রর বাইরে ছিল আনন্দমুখর পরিবেশ। প্রাপ্ত তথ্য মতে, দেবহাটার ৪০টি কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ২৪৭৬৫টি ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক ১৬২৯৫টি। যার মধ্যে কুলিয়া ইউনিয়নের বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস-৯১৫, নৌকা-২৪৩, ঘোড়া-৩৮৮, মোটরসাইকেল-১৩৬, আম-০৯, ভাইস পদে চেয়ারম্যান উড়োজাহাজ-৭৮১, টিউওয়েল-৪২৪, চশমা-১০২, তালা-৪৭৮, আম-১৩। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৭২১, পদ্মা ফুল-৪৪৩, প্রজাপতি-১৪৬, কলস-৬৬৮। পুস্পকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-২২৪, ঘোড়া-১০৪, আনারস-৭৩৬, মোটরসাইকেল-২৭, আম-২৬, ভাইস চেয়ারম্যান পদে তালা-৫৩৬, উড়োজাহাজ-৪২৪, টিউওয়েল-১৫৬, চশমা-১০, আম-০৭। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-২৮৯, পদ্মাফুল-২৯১, ফুটবল-১৫২, প্রজাপতি-৯১টি। সেন্টাল হাই স্কুল (সুবর্নবাদ) কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৭৭৫, আনারস-৪১৪, ঘোড়া-৫৫, মোটরসাইকেল-২৩, আম-২২, ভাইস চেয়ারম্যান পদে তালা-৪৬৯, উড়োজাহাজ-৪৩৮, টিউওয়েল-৩৩৫, চশমা-৪৩, আম-০৭। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-১০১২, ফুটবল-১৬৭, প্রজাপতি-৬২, পদ্মাফুল-৪৭। কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস-১০৬৩, নৌকা-১২০, ঘোড়া-৩৫, মোটরসাইকেল-১৩, আম-১৮, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৩৪৭, টিউওয়েল-২৩০, চশমা-৬২, তালা-৫৯৭, আম-০৯। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৫৫৬, পদ্মা ফুল-৪৯৩, প্রজাপতি-১০৩, কলস-৭৩। কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-১৯৪, ঘোড়া-১৮০, আনারস-১০১৯, মোটরসাইকেল-১৩, আম-২৩, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৪৩৪, টিউওয়েল-৩০৩, চশমা-১১৯, তালা-৫০১, আম-০৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-৪৬৩, ফুটবল-৪০৫, পদ্মাফুল-৩৬৯, প্রজাপতি-১৯৬। টিকেট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৫৪২, ঘোড়া-১৪২, আনারস-৭৪৩, মোটরসাইকেল-২৪, আম-১৪, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৫৩৪, টিউওয়েল-৪৬৭, তালা-৪৫৩, আম-১৬, চশমা-০৫টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-৯৬৭, ফুটবল-৩৪৭, প্রজাপতি-১৫৩, পদ্মাফুল-১৭। গোবরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস-৪৮১, নৌকা-৪৩০, ঘোড়া-৩৩০, মোটরসাইকেল-৪১, আম-৪১, ভাইস চেয়ারম্যান তালা-৫১১, টিউওয়েল-৪৬০, উড়োজাহাজ-৩১৯, চশমা-১৭, আম-১২। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-৫১০, ফুটবল-৫১০, পদ্মা ফুল-১৮৯, প্রজাপতি-১১৯টি। পারুলিয়া ইউনিয়নের কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৬৫০, ঘোড়া-১৪৯, আনারস-৬৭৪, মোটরসাইকেল-১৩৯, আম-৩৫, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৬৪৯, টিউওয়েল-৯০৩, তালা-১৩৮, চশমা-০৪, আম-০০। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মা ফুল-১২২৩, কলস-২৪৪, ফুটবল-৫১, প্রজাপতি-২০০। পারুলিয়া মৃধাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-১০১৫, ঘোড়া-১০৬, আনারস-৮৬৩, মোটরসাইকেল-২৯, আম-৩৪, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৭৩২, টিউওয়েল-৯০০, চশমা-৩৪, তালা-৪৪৫, আম-১৪। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৮৭, পদ্মাফুল-১১০৩, প্রজাপতি-২৮২, কলস-৫৮৩টি। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস-৫২৪, নৌকা-৪৩৬, ঘোড়া-৫৬, মোটরসাইকেল-১০, আম-১৪, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৫২০, তালা-২৭৮, টিউওয়েল-২৩৫, চশমা-১০, আম-০৩। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-২৫৮, পদ্মা ফুল-৩৯৫, প্রজাপতি-২৯৮, ফুটবল-৬১টি। পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চেয়ারম্যান পদে আনারস-৫৮২, নৌকা-৫০৫, ঘোড়া-৬৯, মোটরসাইকেল-১০, আম-০৬, ভাইস চেয়ারম্যান উড়োজাহাজ-৫৫৯, টিউওয়েল-২৫১, চশমা-২৪১, তালা-২৪১, আম-০৫। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৭৮, পদ্মা ফুল-৪৩২, প্রজাপতি-৩৪২, কলস-২০১। খেজুরবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৯১৩, ঘোড়া-৮৫, আনারস-৪৭৮, মোটরসাইকেল-৪৩, আম-৪৯, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৮০৮, টিউওয়েল-৫৬৭, চশমা-০৫, তালা-২৮২, আম-০৪। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-১৮৫, পদ্মাফুল-৪৫০, প্রজাপতি-৩২০, কলস-৬৮৩টি। জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান পদে নৌকা-১৩৫৫, ঘোড়া-৩৮০, আনারস-৮০১, মোটরসাইকেল-২৩, আম-৩৭, ভাইস চেয়ারম্যান উড়োজাহাজ-৯৫৬, টিউওয়েল-৩৫৫, চশমা-০৯, তালা-৩৭৬, আম-০৯। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি-১১০১, ফুটবল-৮৫, পদ্মা ফুল-৫৬৭, কলস-৮২৪টি। নাজিরেরঘের সরকারী প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান পদে নৌকা-৭৩২, ঘোড়া-৫২, আনারস-৩৩২, মোটরসাইকেল-৩৪, আম-৩৬, ভাইস চেয়ারম্যান পদে টিউওয়েল-৬৬১, উড়োজাহাজ-৪৪২, তালা-৯৬, চশমা-০৬,আম-০১। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-৬৬৪, ফুটবল-১২৩, পদ্মাফুল-২৩১, প্রজাপতি-১৫২টি। জোয়ার(১)গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান পদে নৌকা-৯১৭, ঘোড়া-৬৯, আনারস-৫২৯, মোটরসাইকেল-৬১, আম-৪৫, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৭৬১, টিউওয়েল-৪৯৫, তালা-৩৫২, চশমা-১৯, আম-২৪। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মা ফুল-৪১৯, প্রজাপতি-৪১৬, কলস-৫৪৩, ফুটবল-২৪২টি। সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-১০৯৩, ঘোড়া-৩২, আনারস-২৭২, মোটরসাইকেল-১৩, আম-১৮, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-২২৭, টিউওয়েল-৬২২, চশমা-০৪, তালা-৫১৭, আম-০১। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৫৪, পদ্মাফুল-৩১১, প্রজাপতি-১৮০, কলস-৮৫৩টি। সখিপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৫৭০, ঘোড়া-০৬, আনারস-২১৭, মোটরসাইকেল-০৭, আম-০৭, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-১৪২, টিউওয়েল-৬৭, চশমা-০২, তালা-৫০৪, আম-০৩। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৩১, পদ্মাফুল-২২০, প্রজাপতি-১৬১, কলস-২৮৭। খানবাহাদুর আহছানউল্লা সরকারী কলেজ ২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-১৩৮৭, ঘোড়া-৫৪, আনারস-৫১৮, মোটরসাইকেল- ০৯০৭, আম-২৮, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-২৬৩, টিউওয়েল-১৩১, চশমা-৬৬, তালা-১৫৪৫, আম-০৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-৯৩৭,ফুটবল-১৫২, পদ্মা ফুল-৬০৩, প্রজাপতি-২৪১টি। সখিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৮৮৪, ঘোড়া-১৫, আনারস-৩৮৩, মোটরসাইকেল-৭, আম-০৯, ভাইস চেয়ারম্যান পদে তালা-১১৩৯, উড়োজাহাজ-৯৮, টিউওয়েল-৫৮, চশমা-১৭, আম-০০। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৬৩, পদ্মাফুল-৩৭২, প্রজাপতি-২৯৯, কলস-৫৫১টি। ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-১৮৬৯, ঘোড়া-৩২, আনারস-২০২, মোটরসাইকেল-৪০, আম-১৪, ভাইস চেয়ারম্যান পদে তালা-২০১১, উড়োজাহাজ-৮৯, টিউওয়েল-৪৬, চশমা-৪১, আম-০৪। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-১৪৩, পদ্মা ফুল-৬৬০, প্রজাপতি-৫৮৮, কলস-৭২৬। চন্ডীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৮৮২, ঘোড়া-২০, আনারস-১৪০, মোটরসাইকেল-১১, আম-১৩, ভাইস চেয়ারম্যান পদে তালা-১০২৫, উড়োজাহাজ-৩৭, টিউওয়েল-১৪, চশমা- ০৪, আম-০১। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৪৬, পদ্মা ফুল-৩৩২, প্রজাপতি-২৮২, কলস-৩৩৭টি। নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-১১১৯, ঘোড়া-১৮, আনারস-১২৯, মোটরসাইকেল-০৯, আম-১১, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-২১৩, টিউওয়েল-৭৯, চশমা-১০৫, তালা-৮৮৪, আম-১০। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৫১, পদ্মা ফুল-৩৫৪, প্রজাপতি-১১২, কলস-৭৬৬। শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-১১৩২, ঘোড়া-৫৯, আনারস-২৬৪, মোটরসাইকেল-২৫, আম-২৫, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-১১৭, টিউওয়েল-১৪০, চশমা-৬৮৩, তালা-৫৫৭, আম-০৩। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-১৪৩, পদ্মাফুল-৬৬৩, প্রজাপতি-২১৬, কলস-৫৬৫টি। দেবীশহর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৪৯৯, আনারস-২১৬, ঘোড়া-১৫, মোটরসাইকেল-১২, আম-১৪, ভাইস চেয়ারম্যান পদে চশমা-৪২৭, তালা-২০০, উড়োজাহাজ-৭২, টিউওয়েল-৪৯, আম-০৮। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি-১৩৩, পদ্মা ফুল-৯৯, কলস-৪৯, ফুটবল- ৩৭টি। বাবুরাবাদ ঢেপুখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৭৪০, ঘোড়া-১৪, আনারস-২৫৬, মোটরসাইকেল-০৫, আম-০৫, ভাইস চেয়ারম্যান উড়োজাহাজ-২৩৫, টিউওয়েল-৯৫, চশমা-২২২, তালা-৪৬৪, আম-০৩। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৭৪, পদ্মাফুল-২২৩, প্রজাপতি-১২৯, কলস-৫৮০। হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৭৪৫, ঘোড়া-৬৯, আনারস-২৩৫, মোটরসাইকেল-১৮, আম-১৭৩, ভাইস চেয়ারম্যান উড়োজাহাজ-১৩৪, টিউওয়েল-৮৭, চশমা-৭২৩, তালা-২৮৬, আম-১৫। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-১০৮, পদ্মা ফুল-৪৪৭, প্রজাপতি-১৫৮, কলস-৪৫৭। হাদিপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৫৩৮, ঘোড়া-৫৩, আনারস-২১৮, মোটরসাইকেল-২৭, আম-১৪৯, ভাইস চেয়ারম্যান পদে চশমা-৬২৩, উড়োজাহাজ-১০২, টিউওয়েল-৬২, তালা-২০০, আম-২৭। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৬২৩, পদ্মা ফুল-৩৯৪, প্রজাপতি-১৫৭, কলস-৩২৫টি। উত্তর আস্কারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-১৫০, ঘোড়া-২৬৭, আনারস-৩২৪, মোটরসাইকেল-০৩, আম-০৪, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৮৪, টিউওয়েল-৭৪, চশমা-২৬৪, তালা-২০৮, আম-০০। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-১৭৩, পদ্মা ফুল-২৬৫, প্রজাপতি-৮৮, কলস-১৮৩টি। ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১১৩৮, আনারস-৪৬৮, ঘোড়া-২৩, মোটরসাইকেল-৫১, আম-৩৪, ভাইস চেয়ারম্যান পদে তালা-১০৮০, টিউওয়েল-৩০৯, উড়োজাহাজ-২৬৫, চশমা-, আম-০০। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-২৭৬, পদ্মাফুল-৮৭২, প্রজাপতি-২৩৭, কলস-৩৩৩। নওয়াপাড়া সিদ্দিকীয়া সিনিয়ার মাদ্রাসা কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা- ৪৩৫, আনারস-২০৮, ঘোড়া-১২৩, মোটরসাইকেল-২১, আম-১০, ভাইস পদে চেয়ারম্যান তালা ৭০২, উড়োজাহাজ-৯৭, টিউওয়েল-০৭, চশমা-২২, আম-০১। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মাফুল-৪৫৭, কলস-১৬৩, প্রজাপতি-৯৪, ফুটবল-৬৮টি। দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৭০৬, ঘোড়া-৫৬, আনারস-৭২৯, মোটরসাইকেল-২৫৫, আম-৬১। ভাইস চেয়ারম্যান পদে তালা-১০০৬, উড়োজাহাজ-৬০০, টিউওয়েল-২০০, চশমা-১২, আম-০৩। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মাফুল-৮২৬, প্রজাপতি-৪৯৮, কলস-৪৬২ ফুটবল- ৭০টি। ঘলঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৬০৯, ঘোড়া-১৩৭, আনারস-২১৫, মোটরসাইকেল-২৮৯, আম-২৬, ভাইস পদে চেয়ারম্যান পদে তালা-৫১৭, উড়োজাহাজ-১৫৩, টিউওয়েল-১৪৬, চশমা-৬৪, আম-০৪। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৫৯, পদ্মাফুল-৩২৭, প্রজাপতি-১২৩, কলস-২৬১টি। টাউন শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৫২৭, ঘোড়া-১০২,আনারস-২৭০, মোটরসাইকেল-৭৮২, আম-২০, ভাইস চেয়ারম্যান পদে তালা-১০৫৮, উড়োজাহাজ-১৭৯, টিউওয়েল-১৯৫, চশমা-১৬৭, আম-০৫। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস-৭২৫, পদ্মাফুল-৬৪০, প্রজাপতি-২২৪, ফুটবল-৭৯। শুশিলগাঁতি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-২০৪, ঘোড়া-১৩৭, আনারস-৩০৫, মোটরসাইকেল-১২১, আম-২২, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-১৪০, টিউওয়েল-৭১, চশমা-, তালা-৫১৭, আম-। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-৫৯, পদ্মাফুল-৩২৭, প্রজাপতি-১২৩, কলস-২৬১। দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা-৫১৮, ঘোড়া-১৫০, আনারস-৫১০, মোটরসাইকেল-৫৫, আম-২৯, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ-৪১২, টিউওয়েল-১৩৭, চশমা-১১৩, তালা-৬০৬, আম-০৯। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল-১১৭, পদ্মা ফুল-২৫৯, প্রজাপতি-২৭৭, কলস-৬০৫ পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।