দেবহাটায় অনুমতি ছাড়া মাহফিল করলে আয়োজক কমিটির বিরুদ্ধে ব্যবস্থা

0
515

তআব্দুর রব লিটু : পুর্বের অনুমতি ছাড়া মাহফিল করলে আয়োজক কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত । সোমবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান , সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ,দেবহাটা থানার ওসি তদন্ত উজ্বল কুমার মৈত্র, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন , যুগ্ম সম্পাদক আনারুল হক ,কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, বিজিবির দেবহাটা ও খানজিয়া কোম্পানী কমান্ডার মোস্তাকিম, টাউন শ্রীপুর কোম্পানী কমান্ডার নাসির উদ্দন ,ভাতশালা কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম, কোমরপুর কোম্পানী কমান্ডার সহিদুর রহমান, দেবহাটা পাইলট হাইস্কুলের শিক্ষক দেবপ্রসাদ ঘোস , ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকার সকলে সন্তোস প্রকাশ করেন। একই সাথে মাদক ও চোরাচালান বিষয়ে আরো কঠোর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া মাহফিল করতে হলে আগের থেকে প্রশাসনের অনুমতি নিতে হবে। আনুমতি ছাড়া মাহফিল করলে আয়োজক কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।