দেবহাটার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে- মুনসুর আহমেদ

0
374

আব্দুর রব লিটু, দেবহাটা : শিক্ষাই জাতীর মেরুদন্ড। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে, বর্তমান সরকারের বিকল্প নেই। এ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন করে চলেছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রের উন্নয়নের এক রোল মডেল। উপজেলার দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২০ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ৬ষ্ট শ্রেনীর ছাত্রীদের নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদ। এ সময় তিনি আরও বলেন, একটি জাতীকে উন্নত হতে হলে, সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্ব পূর্ন। শিক্ষার উন্নয়ন ছাড়া কোন জাতী উন্নত হয় না। তাই বর্তমান সরকারের বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে উৎসব মুখর পরিবেশে বই তুলে দেন। তাছাড়া দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠনের ভৌতিক অবকাঠামোগত উন্নয়ন করেছে এ সরকার। দেশের কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনসহ নতুন করে এমপিও ভুক্ত করেছের হাজার হাজার স্কুল,কলেজ ও মাদ্রাসা। তাই শিক্ষা ক্ষাতের এ উন্নয়ন ধরে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান । এ সময় উপস্থিত ছিলেন , বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা প্রায়ত বাবু মনোরঞ্জন মুর্খাজীর একমাত্র কন্যা পাপিয়া মুখার্জী ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শরৎ চন্দ্র ঘোষ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, ,সহ সকল শিক্ষক ছাত্রী বৃন্দ।