দেবহাটার চালতেতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে পিটিয়ে জখম: থানায় অভিযোগ

0
200

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার চাততেতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে ৪ জনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তিভোগি পরিবারের পক্ষে থানায় অভিযোগ দায়ের করেছে আকবার আলীর পুত্র রেজাউল ইসলাম(৪৪) নামের এক ব্যক্তি। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার চালতেতলা গ্রামের মৃত আনছার আলী মোল্যার পুত্র রুহুল আমিন মোল্যা, আকবর আলীর পুত্র আরিজুল ইসলাম, আরিজুলের স্ত্রী হাবিবা খাতুন এবং আকবার আলীর পুত্র মিজানুর রহমানের পরিবারের সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৫/৬মাস পুর্বে বিষযটি মিমাংসা করে দেয় স্থানীয় গন্যমান্য ব্যাক্তি। এরপরেও অভিযুক্তরা উক্ত জমি জবর দখল করার পায়তারা সহ বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। সোমবার সকাল ১০ টার দিকে উক্ত জমিতে রেজাউল ইসলামের পরিবার বাশ খুটি নিয়ে ঘর বাধার জন্য গেলে অভিযুক্তরা দা, লাঠি ইত্যাদি নিয়ে রেজাউল ইসলামের জমিতে অনাধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালি গালাজ করে ঘর নির্মান কাজে বাঁধা দেয়। রেজাউল ইসলাম প্রতিবাদ করলে রুহুল আমিনের হকুমে আজিজুল ইসলাম ও হাবিবা খাতুন লাঠি দারা রেজাউল ইসলামকে মারপিট করে। তখন রেজাউল ইসলামের স্ত্রী মেহেরুনেছা ও পুত্র মেহেদী হাসান এবং রেজাউল ইসলামের মামাতো ভাই আলতাফ হোসেন ঠেকাতে গেলে অভিযুক্ত ব্যাক্তিরা তাদের কে মারপিট কারে ফোলা জখম করে। ঘটনার এক পর্যায়ে রুহুল আমিন মোল্যার হাতে থাকা বাশের লাঠি দ্বারা হত্যার উদেশ্যে মামাতো ভাই আলতাফ হোসেনের মাথায় স্বজোরে আঘাত করলে আলতাফ হোসেন হাত দিয়া ঠেকালে বাম হাতের হাড় ভাঙ্গা জখম হয়। এছাড়া আজিজুল ইসলাম রেজাউল ইসলামের স্ত্রী পেটে ও বুকে লাথি মেরে গুরুত¦র জখম করলে তার স্ত্রীর শরীরে রক্তপাত হতে থাকে। পরে তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে আহতদেরকে সখিপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রেজাউল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে গুরুতর আহত রেজাউলের স্ত্রী মেহেরুনেছা ও মেহেদী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।এ বিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার জানান, চালতেতলার  পিটিয়ে জখমের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।