দেবহাটায় উত্তরণের আয়োজনে সচেতনতা অধিবেশন

0
163

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জেন্ডার বিষয়ক সচেতনতার লক্ষে সচেতনতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জেন্ডার বিষয়ে সচেতনতা অধিবেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় পারুলিয়ায় উত্তরণ অফিসের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ওয়ারেছীন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন শ্রীপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আফসার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূমি কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল ওহাব, অধ্যাপক রাজু আহমেদ, সাংবাদিক লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার নার্গিস বেগম, সখিপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আল ফাতুনেছা, ভূমি কমিটির সহ—সভাপতি খাদিজা খাতুন, উত্তরণ ফেডারেশন সদস্য সুচন্দ্রা রানী, দেবহাটা প্রাণী সম্পদ অধিদপ্তরের মমতাজ বেগম প্রমুখ। সমগ্রঅনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরণের ম্যানেজার শফিকুল ইসলাম।