দেবহাটায় আন্তজার্তিক শান্তি দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
152

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আন্তজার্তিক শান্তি দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠিত হয়। দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিশন মাঠে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আগত পিস ক্লাব সদস্যদের অংশগ্রহনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শান্তি দিবসসের এবারের প্রতিপাদ্য ”ন্যায্যতাভিত্তিক টেকসই বিশ্ব ফিরিয়েই আনবো”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। উপস্থিত প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাইকো সোস্যাল কমিটির মীর খায়রুল আলম, উত্তম কুমার রায়, মো: ফিরোজ শাহ, উপজেলা সাইকো—সোস্যাল সাপোর্ট গ্রম্নপ ও দেবহাটা উপজেলার পাচটি ইউনিয়ন থেকে পিস ক্লাবের সদস্যবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় যুবরা অংশগ্রহনে ৫টি খেলা অনুষ্ঠিত হয়। ঝুঁড়িতে বল ছোড়া, চেয়ার সেটিং, সুচ পরানো, বল পাচিং ও হাড়ি ভাঙ্গা। প্রতিটি ইউনিয়ন থেকে আগত পিস ক্লাব (ছেলে ও মেয়ে) সদস্যদের অংশগ্রহনে বিজয়ী হয়ে প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহন করেন, কুলিয়া ইউনিয়ন পিস ক্লাব থেকে হোসনে আরা, উম্মে নাহারিয়া, সখিপুর ইউনিয়ন পিস ক্লাব থেকে আশরাফুল ইসলাম, সুমাইয়া পারভীন রিজমা, হেলেনা পারভীন, জাহিদ হাসান, দেবহাটা সদর ইউনিয়ন পিস ক্লাব থেকে মো: মনিরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পিস ক্লাব থেকে সোহানী আক্তার, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির। প্রধান অতিথি সকলেই একসাথে শান্তি দিবসের শপথ বাক্য পাঠ করেন। তিনি তার বক্তব্যে বলেন, বিশ^ব্যাপি শান্তি দিবস উদযাপিত হচ্ছে, এই শান্তি দিবসের তাৎপর্য সম্পর্কে সকলকে জানতে হবে। যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। বর্তমান সময়ে যুবকরা খেলাধুলা না করে স্মাট ফোনের উপর বেশি ঝুকি পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দিচ্ছে। সবাইকে এরকম অনুষ্ঠানের মাধ্যমে মাঠে ফিরিয়ে আনতে হবে। কিভাবে শান্তি—সম্প্রীতি রক্ষায় ভুমিকা রাখতে পারেন, সমাজের প্রতি শান্তি—সম্প্রীতি রক্ষায় যুবদের কি ভুমিকা রাখা উচিত, সে বিষয়ে বক্তব্য প্রদান করেন। সমাজকে সুশৃঙ্খল পদ্ধতিতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে একত্রে মিলে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। কোন যুব তরুণ উগ্রপন্থায় যেন জড়িয়ে না পড়ে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব একটি সহনশীল সমাজ গঠনে পরস্পরের মাঝে শান্তি ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে পিস কনসোর্টিয়াম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম চলমান আছে। সার্বিক সহযোগিতায় ছিলেন পিস কনসোর্টিয়াম প্রকল্পের উপজেলা অফিসার মো: তহিদুজ্জামান, (তহিদ)।