দুস্থ ও সুবিধা বঞ্চিত পথশিশুদের পাশে খুলনা শিশু বিকাশ কেন্দ্র

0
252

তথ্য বিবরণী:
দরিদ্র, পারিবারিক কলহে বিচ্ছিন্ন, নদী ভাঙ্গন, সামাজিক বঞ্চনায় দুস্থ ও সুবিধা বঞ্চিত ছয় থেকে ১৪ বছর বয়সী পথশিশুদের সরকারি খরচে থাকা, খাওয়া ও লেখাপড়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি পরিচালিত খুলনা শিশু বিকাশ কেন্দ্র। এখানে বিনামূল্যে মানসম্মত খাবার ও নিরাপদ পরিবেশে দুই জন শিক্ষকের তত্ত¡াবধানে শিশুদের থাকার সুযোগ রয়েছে। কেন্দ্রের নিকটস্থ সুবিধাজনক বিদ্যালয়ে সরকারি খরচে শিশুদের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনার ব্যবস্থা করা হয়। পোষাক-পরিচ্ছদ, বই, খাতাসহ পড়াশুনার সকল উপকরণ সরবরাহ করে শিশু বিকাশ কেন্দ্র। খুলনায় বসবাসকারী দুস্থ ও সুবিধা বঞ্চিত পথশিশুদের ভর্তি করতে যোগাযোগের ঠিকানা-খুলনা শিশু বিকাশ কেন্দ্র, মুজগুন্নি মেইন রোড, খুলনা। প্রয়োজনে ০১৯১৯-২৮৫৫২৬ ও ০১৭১৮-৪২১১১১ সেলফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।