দুর্ঘটনাতেই আঘাত পান মমতা, হামলা নয়

0
180

টাইমস বিদেশ: নন্দীগ্রামে প্রচারে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আহত হওয়ার ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা ছিল না। দুর্ঘটনাবশতই পায়ে আঘাত পেয়েছেন তিনি। নির্বাচন কমিশনে দেওয়া তদন্ত প্রতিবেদনে এমন মত দিয়েছেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে আঘাত পান মমতা। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পায়ে প্লাস্টারও করা হয়েছে। শুক্রবার হুইল চেয়ারে করে হাসপাতাল ছেড়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস নেতাদের অভিযোগ,নন্দীগ্রামের বিরুলিয়ার মন্দির থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রীকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। সেই সময় গাড়ির দরজার চাপে পায়ে চোট পান মমতা। এরইমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে দলটি। আহত হওয়ার দিন মুখ্যমন্ত্রীও অভিযোগ করেছিলেন,চক্রান্ত করে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। তবে পরদিন হাসপাতাল থেকে দেওয়া ভিডিও বার্তায় ষড়যন্ত্রের কথা বলেননি মমতা। নন্দীগ্রামের ঘটনা নিয়ে শুক্রবার নবান্নের তরফে রিপোর্ট পাঠানো হয় কমিশনকে। তাতে গাড়ির দরজায় পা চাপা পড়ে মুখ্যমন্ত্রী আহত হন বলে জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রিপোর্টে ‘যথেষ্ট তথ্য’ না থাকায় সন্তুষ্ট হতে পারেনি কমিশন। তাই নিজেদের দুই পর্যবেক্ষককে আলাদা করে রিপোর্ট তৈরি করতে বলা হয়। তার জন্য শুক্রবার ঘটনাস্থলে গিয়ে, স্থানীয়দের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করেন বিবেক ও অজয়। কমিশনের নির্দেশে নন্দীগ্রামে মমতার আক্রান্ত হওয়ার ঘটনায় একটি রিপোর্ট তৈরি করেছেন তারা। তাতে বলা হয়েছে, মমতার নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ভিড়ের মধ্যে হুড়োহুড়িতেই আঘাত পান বাংলার মুখ্যমন্ত্রী।