দুঃখজনক, সোহেল রানার সঙ্গে যা হয়েছে: ফারুক

0
435

খুলনাটাইমস বিনোদন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন মিঞা ভাই খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। শুক্রবার বিকেল সোয়া ৩টায় ভোট দিয়ে এফডিসিতে সাংবাদিকদের কাছে এই নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। আকবর হোসেন পাঠান ফারুক বলেন, ‘এফডিসিতে এসে আমি উৎসবমুখর পরিবেশ পেয়েছি। আর এমন পরিবেশই থাকা উচিত। সকালে ভোট দিতে এসে অতিরিক্ত নিরাপত্তার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা। এ বিষয় নিয়েও মন্তব্য করেন ফারুক। তিনি বলেন, ‘সোহেল রানার সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। গেটে তাকে আটকাবে কেন? তাকে তো এই মাটিও চেনে। এটা হয়তো অনাকাক্সিক্ষতভাবে হয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ে ফারুক বলেন, ‘শিল্পীদের মধ্যে কোনো বিভাজন থাকা যাবে না। আমি আশা করবো দুর্নীতিমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনে যেই জয়ী হয়ে আসুক সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তর্ক-বিতর্ক যদি চলতেই থাকে তাহলে চলচ্চিত্রের এখন যে অবস্থা সেটাও থাকবে না। ‘শিল্পীরা কখনও হারে না, আবার জিতেও না। তারা সবসময় একরকম থাকে। সকালে জোয়ার আবার বিকেলে ভাঁটা। এই হলো শিল্পীর জীবন। এটা তো নির্বাচন না, এটা একটা আনন্দ উৎসব। নির্বাচনে জয়ী হয়ে যেই আসুক তাকে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আর যদি সে সাহস না থাকে তাহলে সেটা শিখে নিতে হবে। এফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ। গতকাল সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট বিকেল ৫টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ৪৪৯ জন ভোটার। এ নির্বাচনে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী সভাপতি পদে লড়ছেন, যিনি জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এদিকে সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং ইলিয়াস কোবরা। সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন সুব্রত। তার বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক পদে প্রার্থী হয়েছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ, নায়ক ইমন। দফতর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পড়ে লড়ছেন দুইজন। তারা হলেন- জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ নির্বাচন করছেন একা। তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই। কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন – রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আলীরাজ, আফজাল শরীফ, রঞ্জিতা, আসিফ ইকবাল, অলেকজান্ডার বো, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব, শামীম খান ও জেসমিন। শিল্পীদের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন।