দিঘলিয়া উপজেলায় করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে মো: হারুন

0
160

দিঘলিয়া প্রতিনিধি:
আসন্ন ইনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলার ৩নং দিঘলিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডে জমে আছে নির্বাচন প্রচারনা। করোনা মহামারী প্রকট বৃদ্ধি পাওয়ায় নির্বাচন পিছিয়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে শারিরিক দুরত্বতা বজায় রেখে নির্বাচনী প্রচারনা থেকে থেমে নেই ৭নং ওয়ার্ডে বারবার নির্বাচিত মেম্বার ও মেম্বার পদপ্রার্থী মোল্যা মো: হারুন আর রশিদ (হারুন)। তিনি রোজা থেকে সকাল থেকে গভীর রাত অব্দি প্রত্যেক ভোটারগন ও ওয়ার্ডবাসীর প্রয়োজনে পায়ে হেটে ভোটারদের খোজ খবর রাখছে। তিনি স্বাস্থ্যবিধি মেনে শারিরিক দুরত্বতা বজায় রেখে ওয়ার্ডবাসীর সেবা করে আসছে। মাস্ক বিতরন করোনা থেকে রেহাই পেতে করোনা সচেতনতা মুলক আলোচনা করছেন। সাধারন ভোটরগন বলছে শিক্ষা, দিক্ষা জ্ঞান বুদ্ধি, সামাজিকতায় সবচেয়ে এগিয়ে মোল্যা মো: হারুন আর রশিদ (হারুন)। ওয়ার্ডবাসীর কাছে হৃদতা তার পরও বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের পাশে সংখ্যালঘু পরিবারের সাথে যোগাযোগ রাখছেন মোল্যা মো: হারুন আর রশিদ (হারুন)। তিনি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজের জন্য ক্লিন ইমেজে ওয়ার্ডবাসীর কাছে তুমুল জনপ্রিয়। সাধারন ভোটরগন জানায় করোনা মহামারী বৃদ্ধি পাওয়ায় অনেক প্রার্থীর খোজও নেই। কিন্তু নির্বাচন স্থগিত হওয়ার আগে তারা আমাদের অনেক আশার আলো প্রদিপ ও আলাউদ্দিনের চেরাগ দেখিয়েছে। তারা আজ কেউ নেই আমাদের পাশে। আমাদের পাশে শুধু পাচ্ছি মোল্যা মো: হারুন আর রশিদ (হারুন) কে। তাই আমরা আমাদের মুল্যবান ভোটটি মোল্যা মো: হারুন আর রশিদ (হারুন) কে দিয়ে নির্বাচিত করব। সন্ত্রাস, মাদক, ইভটিজিং, চোর, ছিনতাইকারী মুক্ত ওয়ার্ড গড়ব। এদিকে মোল্যা মো: হারুন আর রশিদ (হারুন) বলেন নেতৃত্ব আমার নেশা হয়ে দাড়িয়েছে। মানুসের সুখ দু:খে পাশে না থাকতে পারলে নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। তাই আমাকে আপনারা আপনাদের মুল্যবান ভোটটি দিয়ে পুনরায় নির্বাচিত করুন এবং আপনাদের সুখ দু:খে পাশে থাকার সুযোগ দিন।