দাকোপে ১০ হাজার মিটার অবৈধ ক্যারেন্ট জাল জব্দ

0
315

দাকোপ প্রতিনিধিঃ মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় দাকোপের পশুর নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ ক্যারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বানিশান্তা ইউনিয়নে পশুর নদী থেকে জয় মনির গোল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পালের নেতৃত্বে এবং বানিশান্তা নৌ পুলিশ, চালনা নৌ পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা হয়। বিকালে বানিশান্তা নৌ পুলিশ ফাঁড়ি মাঠ প্রাঙ্গনে এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার মূল্য আনুঃ ১ লক্ষ টাকা। অভিযানে উপস্থিত ছিলেন বানিশান্তা নৌ পুলিশের এসআই মকলেছুর রহমান, চালনা নৌ পুলিশের এ এস আই মোঃ আকরাম হোসেন, উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী আলহাজ্ব মোল্লা সাইফুল ইসলাম, জাহিদ হাসান, সবুজ সরকার ও দেবব্রত মন্ডলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ইলিশ সংরক্ষণ মৌসুমে নদ-নদীতে মাছের সংখ্যা যাতে বৃদ্ধি পায় এবং মৎস্য উৎপাদন ও আকার বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান চালান হয়েছে।