দাকোপে সন্ত্রাসীবাহিনীর নির্যাতন থেকে মুক্তি চায় খোনাবাসি

0
637

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :

খুলনার দাকোপ উপজেলায় সন্ত্রাসীবাহিনীর অত্যাচার ও নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে চায় খোনার বাসিন্দারা। তারা প্রতিকার চেয়ে খুলনা-১ আসনের সংসদ সদস্যর নিকট লিখিত অভিযোগ করেন।

 

সুত্রে জানা যায়, উপজেলার পানখালি ইউনিয়নের খোনা গ্রামের গঞ্জর ফকিরের ছেলে কামরুল ফকির, মান্নান ফকির ও মান্নান ফকিরের ছেলে ফারুক ফকিরের অত্যাচার, নির্যাতন ও শ্লীলতাহানিতে এলাকার নিরীহ সংখ্যালঘু পরিবার চরমভাবে দুর্ভোগের স্বীকার হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা এলাকায় হামলা, লুটপাট ও জমি-জায়গা দখল করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া তাদের অত্যাচারে ওই এলাকার বেশ কয়েকটি সংখ্যালঘু পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে অন্যত্রে চলে গেছে। ওই এলাকার সাধারণ মানুষ এ ব্যাপারে স্থানীয় সাংসদ পঞ্চানন বিশ্বাসের নিকট ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে অভিযোগ করলে তিনি জেলা পুলিশ সুপারকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিল মাস থেকে শুরু করে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দফতরে একাধিক অভিযোগ রয়েছে। হত্যা, ধর্ষণ ও হামলা মামলাসহ প্রায় এক ডজন সাধারণ ডায়েরি দাকোপ থানায় ওই সন্ত্রাসীবাহিনীর বিরুদ্ধে আছে। এরা আইনের তোয়াক্কা না করে আরো বেশি মেতে উঠেছে এসব কর্মকাণ্ডে। অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এসব কাজ চালিয়ে যাচ্ছে তারা কজন মিলে।

খোনা গ্রামের বাসিন্দা আব্দুলা ফকির সর্বশেষ ২০১৮ সালের সেপ্টম্বরে হত্যার হুমকি এনে তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। তিনি বলেন, তাদের নিয়ে এলাকা থেকে শুরু করে আদালতের মাধ্যমে বিচার হচ্ছে। কিন্তু কোনোভাবে তাদের থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। তারা একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে।

এ সন্ত্রাসীবাহিনীর হাত থেকে মুক্তি পেতে খোনা গ্রামবাসি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।