দাকোপে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা

0
512

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় মাদক ও সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে এক ট্যাক্সফোর্স সভা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার কামারখোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কামারখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান পঞ্চানন মণ্ডল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হিমাংশু সরকার, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহসভাপতি দেবাশীষ রায়।

উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আ. রাজ্জাক গাজী, সুজিৎ মণ্ডল, মো. মনিরুল ইসলাম, স্বপন কুমার বাছাড়, মো. আ. সাত্তার, প্রধান শিক্ষক মনোরঞ্জন মণ্ডল, কালিনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক তাপস রায়, মো. জালাল উদ্দিন, কালিপদ মণ্ডল, তপন রায়, মো. আনিস গাজী, মাজেদ গাজী, লুৎফর রহমান সানা, আজিজুল গাজী, আইয়ুব আলী সানা প্রমূখ। এর আগে প্রধান অতিথি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কালিনগর বাজার মাঠ প্রাঙ্গণে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।