”সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সব ধর্মের ও মতের মানুষকে ভূমিকা রাখতে হবে” এমপি বাবু 

0
484
ওবায়দুল কবির (সম্রাট):-
খুলনার কয়রায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা ( ০৬)কযরা-পাইকগাছা আসনের এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু । মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সারাদেশে সকল ধর্মের মানুষের মাঝে তৈরি হয়েছে একে অপরের প্রতি ভালবাসা আর ভ্রাতৃত্ববোধ। এর প্রমাণ- প্রতিটি বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে জাকজমকপূর্ণ পরিবেশে আজকের এই পূজা উদযাপন। দেশ ও জাতির স্বার্থে এই সম্প্রীতিকে ধরে রাখতে হবে।
 তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সব ধর্মের, সব মতের মানুষকে ভূমিকা রাখতে হবে। কোনভাবে একে অন্যের প্রতি বা অন্য ধর্মের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করা যাবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক, সুখি, সমৃদ্ধ ও আধুনিক দেশ হিসেবে গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কয়রার  মানুষ ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক। আমাদের সবাইকে সম্প্রীতি বজায় রেখে কাজ করে যেতে হবে। ৬ অক্টোবর রবিবার সকাল থেকে সারাদিন  কয়রার  কেন্দ্রীয় কালি মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা  আওয়ামীলীগ সভাপতি  জি এম মহসিন রেজা,অফিসার ইনচার্জ রবিউল হোসেন,উত্তর বেদকাশি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানি,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবির,কয়রা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও যুবলীগ সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়,বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলি,ইউপি সদস্য ও বেদকাশি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল,যুবলীগ নেতা আরাফাত হোসেন,ইউপি সদস্য লুৎফর রহমান,নিউটন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সজীব,জেলা ছাত্রলীগ নেতা তছলিম হোসেন তাজ,উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার,মফিজুল প্রমূখ।