দাকোপে নৌকা প্রতীকে ভোট চেয়ে সমাবেশ

0
536
All-focus

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলায় নৌকা প্রতীকের ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ করেছেন আওয়ামীলীগ।

 

শনিবার (০৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে ইউনিয়ন আ’লীগের আয়োজনে ভোটের প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) আ’লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী শেখ আবুল হোসেন বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার কোনো বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানান। শেখ আবুল হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি। প্রায় দশ বছর দায়িত্ব পালন কালে নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে উঠান বৈঠাক ছোট ছোট কর্মীসভা করছেন। এ সময় তিনি তৃনমূল পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে নৌকা প্রতীকে ভোট প্রার্থণাসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন।

কামারখোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি হিমাংশু সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সহসভাপতি দীপংকর রায়, সমরেশ ঘরামী, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, জেলা পরিষদ সদস্য এ্যাড. রজত কান্তি শীল, কেএম কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, প্রচার সম্পাদক মানষ মুকুল রায়, কৃষক লীগ সভাপতি গোলাম হোসেন শেখ, পৌর কাউন্সিলর এসএম আব্দুল গফুর, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক অরবিন্দু সরদার, ইউপি সদস্য আ. সাত্তার সানা, ননী গোপাল মাঝি, সুশংকর বাছাড়, আ. রাজ্জাক গাজী, সুজিত রায়, আ’লীগ নেতা প্রবীর রায়, দীপক রায়, পঙ্কজ মন্ডল, আ. রশীদ শেখ, বিশ্বজিৎ মিস্ত্রি, মোর্শদ গাজী, হালিম গাইন, কিরণ মন্ডল, জিএম ফারুখ হোসেন, আ. রশীদ গাজী, রনজিৎ মন্ডলসহ আরও অনেকে।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, ‘আমি দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের সন্তান। প্রধানমন্ত্রী এখানে যাঁকেই নৌকার মনোনয়ন দেবেন, সকলে মিলে তাঁর পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করবো’। সমাবেশে প্রায় চার শতাধিক নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।