দাকোপে নবযাত্রা প্রকল্পের ষান্মাসিক সভা

0
578
All-focus

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে সরকারি কর্মকর্তা, ভিডিসি ও সিভিএ সদস্যদের ষান্মাসিক সভা হয়েছে।

উপজেলা বিআরডিবি সম্মেলনকক্ষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটি ও সিটিজেন ভয়েজ অ্যাকশনের নেতৃবৃন্দর অংশগ্রহনে যোগসূত্র স্থাপন ও ষান্মাসিক (অর্ধবার্ষিকী) সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা কার্ত্তিক চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ আ. কাদের, সরোজিৎ রায়, রনজিৎ মণ্ডল, প্রাক্তন শিক্ষক জগন্নাথ রায়, উপসহকারি কৃষি কর্মকর্তা দাশ বিভূতি রঞ্জন, নবযাত্রা প্রকল্পের গুড গভর্নেন্স সোস্যাল অ্যাকাউন্টিবিলিটি অফিসার স্টিফেন হেমব্রম, ভিডিসি লিডার স্বপন রায়, সিভিএ প্রধান ফ্যাসিলিটেটর দেবব্রত বিশ্বাস, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক শেখ রবিউল ইসলাম, সোস্যাল অ্যাকাউন্টিবিলিটি টেকনিক্যাল অফিসার স্বপ্না রাণী নাগ, ফিল্ড অর্গানাইজার বিপুল বিশ্বাস ও মিলি মণ্ডলসহ আরও অনেকে।