দাকোপে জাতীয় সমবায় দিবস পালিত

0
760
All-focus

আজিজুর রহমান,খুলনাটাইমস :

খুলনার দাকোপ উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সমবায় দিবস-২০১৮ পালিত হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) সকালে বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় ও উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা, সমবায় পতাকা, র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়। সকাল ১১টার দিকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পরে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা গৌর হরি মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ ইউসিসিএ লিমিটেডের সভাপতি উমাশংকর রায়।

এসময় বক্তারা বলেন, দেশ এখন উন্নয়নের সড়কে। উন্নয়নকে এগিয়ে নিতে সমবায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধু সমবায়কে গুরুত্ব দিয়েছিলেন। কৃষিভিত্তিক সমবায় খামার গড়ার পরিকল্পনা নিয়ে এর কার্যক্রমও শুরু করেছিলেন তিনি। বঙ্গবন্ধুকে হত্যার কারণে সে কর্মসূচি আর অগ্রসর হয়নি। তার চিন্তা ছিলো দেশের সব মানুষের উন্নয়ন। সেই ধারাবাহিকতায় আজ উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ।
বক্তারা বলেন, সমবায়ীরা হচ্ছেন দেশ গড়ার সৈনিক। সমবায়ের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা গড়ে ওঠে।

এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, পৌর কাউন্সিলর এসএম আ. গফুর, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, নবযাত্রা প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর মো. আকবর হোসেনসহ বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীবৃন্দ। সভা শেষে সাতজন শ্রেষ্ট সমবায়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

সভাটি পরিচালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক লষ্কর সাহাবুর রহমান এবং পুরঞ্জন গাইন, মো. রাজিব শেখ।