দাকোপে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের কর্মশালা

0
574
All-focus

আজিজুর রহমান,দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় রোববার (২৭ মে) সকাল ১১টায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে প্রক্রিয়ার প্রাপ্ত তথ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সংলাপ কর্মশালা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএসএআইডি’র আর্থায়নে ওয়াল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের আয়োজনে ও সুশিলনের বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সিটিজেন ভয়েজ এ্যান্ড এ্যাকশনের ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম’র সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. সুভদ্রা সরকার, গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সুরাইয়া সিদ্দীকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আ. কাদের, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ আ. কাদের, মিহির মন্ডল, পঞ্চানন মন্ডল, মাসুম আলী ফকির, রনোজিৎ মন্ডল। বক্তরা কমিউনিটি ক্লিনিকের বিষয় সম্পর্কে, অবস্থা, সেবাদান ও গ্রহনের বিষয়, এবং নানা সমস্যা সম্পর্কে উপস্থিত জনসাধারণের মাঝে আলোচনা করেন। উপস্থিত ছিলেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, আমেরিকান কনস্যালটেন্ট জেফ হেন, ডিরেক্টর দিপেস পাল, গুড গভরনেন্স সোস্যাল একাউন্টিবিলিটি ম্যানেজার নির্মল সরকার, উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর মাহবুবার রহমান, গুড গভরনেন্স সোস্যাল একাউন্টিবিলিটি অফিসার স্টিফেন হেমব্রম, নবযাত্রা প্রকল্পের মা ও শিশু স্বাস্থ্যপুষ্টি বিষয়ক কর্মকর্তা নাজনীন আরা পপিসহ উপজেলার বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ, ভূমিদাতা, স্বাস্থ্যকর্মীবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশ গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সুশিলন নবযাত্রা প্রকল্পের টেকনিক্যাল অফিসার স্বপ্না নাগ।