দাকোপে ইয়াবা উদ্ধার, বিদেশী মদসহ সাবেক পৌর কাউন্সিলর আটক

0
415

দাকোপ সংবাদদাতা : মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রন বিশেষ অভিযান চালিয়ে দাকোপের চালনা পৌর এলাকায় পৃথক দু‘টি অভিযান চালিয়ে ৫৫পিচ ইয়াবা উদ্ধার, বিদেশী মদসহ পৌরসভার সাবেক কাউন্সিলর মিন্টু আচারী গ্রেফতার। এঘটনায় থানায় পৃথক দু‘টি মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় শনিবার (১৭ নভেম্বর) সকালে খুলনা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চালনা পৌরসভার ৮নং ওয়ার্ডের সবুজপল্লী এলাকার পান্না কাজীর ছেলে বাপ্পী কাজী (৩২) বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে বাপ্পী কাজী পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় তার বসত ঘরে তল্লাসী চালিয়ে মাদকদ্রব্য অভিদপ্তর নিয়ন্ত্রন কর্তৃপক্ষ ৫৫পিচ ইয়াবা উদ্ধার করে। অপরদিকে সাড়ে ৮টায় আচাভূয়া এলাকার বাবু আচারীর ছেলে চালনা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিন্টু আচারী (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে এক বোতল বিদেশী মদসহ মিন্টুকে গ্রেফতার করে। এঘটনায় দুইজনকে আসামী করে মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সেপেক্টর ক সার্কেল মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় পৃথক দু‘টি মামলা দায়ের করেছে। যার মামলা নং-৭ ও ৮। থানা অফিসার ইনচার্জ মোঃ মোকাররম হোসেন বলেন মামলা দায়েরের পর আসামী মিন্টুকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।