দলের বাইরে যারা নির্বাচন করেছে কমিটিতে তাদের রাখা হবে না: মাহবুব উল আলম হানিফ

0
162

টাইমস ডেস্ক:

জামায়াত, বিএনপি ও যুদ্ধাপরাধীদের সাথে যারা সম্পৃক্ত তারা যাতে সংগঠনের কোন পদ না পায় সে বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করেছে তাদেরকে আগামী কমিটিতে রাখা হবে না বলেও জানিয়েছেন তিনি। সোমবার (২১ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় হানিফ বলেন, ‘যাদের বিরুদ্ধে কোন অনৈতিক কর্মকাণ্ডের কোন অভিযোগ নেই। সৎ, শিক্ষিত, সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে সমর্থন করে আসতে চায় তাহলে তাদের বিবেচনা করা হবে।’ নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ডের তৃণমূল ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে গত দুইদিন ধরে চলছে এ মতবিনিময় সভা। সভায় তৃণমূল নেতারা দলের মধ্যে হাইব্রিডদের অনুপ্রবেশ, চসিক নির্বাচনে বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান।

খুলনা টাইমস/এমআইআর