তেরখাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবসের ম্যারাথন অনুষ্ঠান অনুষ্ঠিত

0
144

তেরখাদা প্রতিনিধি:
ইতহাস স্বাক্ষী বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় ভাষন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় গতকাল তেরখাদা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠণ। পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা হল রুমে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ গোলাম
মোস্তফা, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও বোরহান উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, শাহ মিরাজ কায়নাতসহ উপজেলার প্রশাসনের প্রধানগণ। পরবর্তীতে বেলা ২টায় ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে প্রায় ২শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ৭ই মার্চের ভাষন উপস্থাপন অনুকৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় তেরখাদা থানা পুলিশ কর্তৃক আয়োজিত ৭মার্চের ভাষন তেরখাদা থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সভাপতিত্বে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতীসংঘের চূড়ান্ত সুপারিশ প্রস্তুতি উপলক্ষ্যে আনন্দ উদযাপন ও কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ। তিনি বলেন, রক্তক্ষয়ী জ্বালাময়ী ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের প্রতিশ্রুতি
ধারণ করে সকলে মিলে এক সংগে কাজ করলে অতি সত্বর বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাতত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, পুলিশিং কমিটির সভাপতি বদরুল আলম বাদশা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, মুক্েিতযাদ্ধা চৌধুরী আবুল খায়ের ও বোরহান উদ্দিন, মোল্যা শাহিদুল ইসলাম , শেখ আনিসুলহক সকল ইউনিয়নের সুশীল সমাজের নেতৃবৃন্দ।