শরণখোলায় নিখোঁজ বনরক্ষীর লাশ উদ্ধার

0
399

শরণখোলা আঞ্চলিক অফিস : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশনে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পরে নিহত বনরক্ষী সোহেল রানা তালুকদারের (৪০) লাশ শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মুঠোফোনে জানান, গত ৩ দিন ধরে নিখোঁজ বনরক্ষীর সন্ধানে ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড ও বনরক্ষীরা বলেশ্বর নদীতে তল্লাশী চালিয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বলেশ্বর নদীর জলাঘাট এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত বনরক্ষী কক্সবাজার জেলার উখিয়ার মহুরীপাড়ার আঃ হামিদ তালুকদারের পুত্র। মঙ্গলবার রাতে বগী ষ্টেশনের বনরক্ষীরা ট্রলার নিয়ে বলেশ্বর নদীতে রাত্রিকালীন টহলে যায়। রাত দশটার দিকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা একটি ট্রলারকে থামানোর নির্দেশ দেয়। এ সময় ফরেষ্টগার্ড নং ৫৭ সোহেল রানা ট্রলারের উপরে ছাদে উঠলে পা ফসকে নদীতে পড়ে ডুবে যায়।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, নিহত বনরক্ষীর লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে। সেখানে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।