তুর্কির প্রতি পম্পেওর আবদার: এস-৪০০ চালু করবেন না!

0
356

খুলনাটাইমস আর্ন্তজাতিক:তুরস্ককে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু না করার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তুরস্কের ওপর আরও অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে তবে সত্যিকার ভাবে আমেরিকা চায় যে দেশটি যেন এস-৪০০ চালু না করে।
এর আগে তুরস্কে এস-৪০০ সরবরাহ করার প্রথম পর্যায় শেষ হয়েছে বলে ঘোষণা করেছে রাশিয়া। তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এর্দোগান বলেছেন যে আগামি বছর এপ্রিল মাসের মধ্যেই এস-৪০০ পুরোপুরি চালু হবে। ২০১৭ সালে রাশিয়া এবং তুরস্ক এস-৪০০ সরবরাহ সংক্রান্ত চুক্তি সই করেছিল। সে থেকে আমেরিকারসহ ন্যাটো দেশগুলো এ চুক্তির অব্যাহত বিরোধিতা করেছে। অবশ্য, আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেই এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কিনেছে তুরস্ক।