তিন দেশের সঙ্গে জার্মানির সীমান্ত বন্ধ

0
217

খুলনাটাইমস বিদেশ : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গতকাল সোমবার থেকে প্রতিবেশি তিন দেশ ফ্রান্স, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের সঙ্গে থাকা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির সংবাদমাধ্যম ‘বিল্ড’র বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট’। পত্রিকাটি জানিয়েছে, ‘ওই দেশগুলোর সাথে একটি নির্দিষ্ট স্থান থেকে পণ্য চলাচল চালু রাখা হবে। তবে যারা জার্মানিতে কাজ করেন, তারা সীমানা অতিক্রম করতে পারবেন। শুধু কোভিড -১৯ মহামারি বন্ধের জন্য সীমান্ত বন্ধ করে দেয়া হয়নি বরং বিদেশীদের দ্বারা আতঙ্ক ছড়ানো রোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল দেশের আঞ্চলিক নেতাদের সাথে বৈঠকে পুলিশ মোতায়েনের বিষয়ে সম্মতি দিয়ে বলেছেন, ‘দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশের করোনায় সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে।’ শিশুদের দাদা-দাদীর সাথে দেখা বন্ধ করাসহ সামাজিক যোগাযোগ হ্রাস করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে জার্মানির বার্লিন শহরে শনিবার থেকে সকল প্রকার বার, ক্লাব, সিনেমা, থিয়েটার এবং কনসার্ট হল বন্ধ করার সিদ্ধান্ত হয়। ইস্টার হলিডের পর্যন্ত রাজধানীসহ বেশ কিছু শহরের সকল স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। জার্মানিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬২০জন। এদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।