তালায় ১৮৫ টি পূজামন্ডপে সরকারি অনুদান প্রদান

0
390

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা উপজেলায় শারদীয়া দূর্গা পূজা সুষ্ঠভাবে উদযাপনে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে তালা সরকারি কলেজে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় প্রতি পূজামন্ডপে ৫০০ কেজি করে চাউল দেওয়া হয়।
তালা উপজেলা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু। তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার’র পরিচালনায় অনুষ্টানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম,তালা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক ও সকল পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। এসময় উপজেলার অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।