তালার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দিনমজুর হায়দার আলী সাহায্য চায়!

0
333

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
তালা উপজেলার মোবারকপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর হায়দার আলী (৪৮) দুরারোগ্য গ্যাংগ্রীন (বারজারস্ ডিজিস) রোগে আক্রান্ত হয়ে আজ পঙ্গুত্ব বরণ করেছেন। ইতোমধ্যে চিকিৎসায় তার সমুদয় সহায়-সম্পত্তি বিক্রি করেও নির্মূল হয়নি। এরই মধ্যে কেটে ফেলতে হয়েছে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ হাত ও পায়ের কয়েকটি আঙ্গুল। এরপরও থেমে নেই ঘাতক গ্যাংগ্রীন। বর্তমানে ফের মারাতœক ক্ষত দেখা দিয়েছে তার হাতে ও পায়ের বিভিন্ন স্থানে। এমন অবস্থায় নিজের বেঁচে থাকার প্রতি খানিকটা হলেও বিশ্বাস হারিয়ে ফেলেছেন তিনি। ডাক্তাররা বলেছেন, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
একদিকে নিঃস্ব অবস্থা অন্যদিকে সংসারের চিন্তা। এখন নিজের জন্য বাঁচতে চাননা তিনি। সংসারের একমাত্র উপার্জনক্ষম তিনি চলে গেলে পরিবারের সকলকেই পথে নামতে হবে। এমন দুশ্চিন্তায় সারাক্ষণ মৃত্যুর প্রহর গুণছেন অসহায় হায়দার। তাই বেঁচে থাকার ক্ষীণ আশা নিয়ে এবার নিজেই নেমেছেন রাস্তায়। ভিক্ষার ঝুঁলি নিয়ে ভূপেন হাজারিকার ভাষায় তাকে বার বার সাহস যোগাচ্ছে,‘মানুষ মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা ও বন্ধু…।’ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে তার করুণ আর্তি,তিনি আরো কিছুদিন বেঁচে থাকতে চান। তবে নিজের জন্য নয়,সন্তানসহ পরিবারের জন্য। তাকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ বিকাশ একাউন্ট নং- ০১৭১৩-৯০৯১০১ এবং কৃষি ব্যাংক,তালা শাখা,চলতি হিসাব নং- ৩১৩৫ ।
#