মোরেলগঞ্জে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্ধোধন

0
556

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ :

শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা এবং জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত রাখার উদ্দেশ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার বৃহস্পপতিবার সকালে উদ্ধোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার শুভ উদ্ধোধনের মাধ্যমে দিবসটির সুচনা করা হয়। ভিডিও কনফারেন্স ও উন্নয়ন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.মো. শাহ-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা কৃষি অফিসার অনুপম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী,বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী, পঞ্চকরন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, পুটিখালী ইউনিয়ন চেয়ারমম্যান শাহ চান মিয়া শামীম, বলইবুনিয়া ইউনিয়ান চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, ফারুকুল ইসলাম, মামুনুর রহমান হাওলাদার, জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাওলাদার এনছান উদ্দিন, সাবেক সভাপতি রবিন্দ্রনাথ বিশ^াস, প্রধান শিক্ষক কামরুল ইসলাম বাবলু, বাবুল কৃষ্ণ মিস্ত্রী, মো: জাকির হোসেন মল্লিক, এনামুল হক শালীম, কল্পনা রানী, মেরাজুল ইসলাম খসরু, নজরুল ইসলাম, তানজিনা আক্তার ডালিয়া, শিক্ষক সমিতির সম্পাদিকা রেহানা পারভিন রিয়া, সহকারী শিক্ষক আকবর আলী, মো: মশিউল ইসলাম, রফিকুল ইসলাম, উৎপল হালদার, তাসনিম আলাম মাঞ্জার, মাসুম জাকারিয়া, জাহিদ হোসেন, শারমিন আক্তার প্রমুখ। ভিডিও কনফারেন্স শেষে বর্নাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।#