তরিকুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির স্মরণসভা

0
296

বাগেরহাট প্রতিনিধি:
সারাদেশে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ছিনিয়ে আনতে হবে। আন্দোলনের সময় এসেছে। বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে সরইস্থ দলিয় কার্য্যালয়ে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন।
তিনি আরো বলেন তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা ছিলেন না। বিএনপির অভিভাবক এবং বাংলাদেশের রাজনৈতিক আইডল ছিলেন। দলের দুঃসময়ে মহাসচিবের দায়িত্ব নিয়েছিল। এ সময়ে একে একে দলের পরীক্ষিত নেতা হান্নান শাহ, এমকে আনোয়ার, তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকাসহ বেশ কিছু সিনিয়র নেতাকে হারিয়েছি। এদের রাজনৈতিক আদর্শ অনুসরণ করে খালেদা জিয়াকে জেল থেকে বের করতে হবে।
জেলা বিএনপির সভাপতি এম এ সালাম সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক আলীরেজা বাবুর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, কচুয়া থানা বিএনপির সভাপতি হাজরা আসাদুল রহমান পান্না, বাগেরহাট সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ বুলু, মোল্লাহাট থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান হাফিজ, চিতলমারী থানা বিএনপির সভাপতি টুলু বিশ^াস, মোড়লগন্জ থানা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারন সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, শরনখোলা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, মোংলা থানা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মৃধা, ফকিরহাট থানা বিএনপির সভাপতি সফিকুল কালাম কারিম, কৃষকদলের সভাপতি আসদুদ্দোলা জুয়েল, মৎসজীবিদলের সদস্য সচিব গোলাম মোস্তফা, মহিলাদলের সাধারন সম্পাদক শাহিদা আক্তার, ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ হানু প্রমুখ । মিলাদ মহফিলে দোয়া পরিচালনা করেন মাও: আবু বক্কর সিদ্দিক প্রমুখ।