বিএসটিআই-এর অভিযানে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

0
283

তথ্য বিবরণী: মানসম্মত পণ্যসামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিত করা, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ডিসেম্বর, ২০১৯ মাসে খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও নড়াইল জেলায় চারটি মোবাইল কোর্ট পরিচালনা করে। ওজন ও পরিমাপ মানদন্ড আইন লংঘনের দায়ে পাঁচটি পেট্রোল পাম্পেরে বিরুদ্ধে পাঁচটিসহ ১৪টি মামলা দায়ের করে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে এবং মামলাগুলো নিষ্পত্তি করে। এসময়ে সাতটি বিশেষ অভিযানে সংশ্লিষ্ট আদালতে সাতটি নিয়মিত মামলা দায়ের করে। এছাড়া সিএমএম আদালতে পূর্বে দায়েরকৃত দুইটি মামলায় ৮০ হাজার টাকা জরিমানার মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হয়। বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে।