ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলণে বিভিন্ন স্থানে বেড়িবাধে দেখা দিয়েছে ভাঙ্গন

0
614

আব্দুর রব লিটু, দেবহাটা:
দেবহাটায় ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলণে বিভিন্ন স্থানে বেড়িবাধে দেখা দিয়েছে ভাঙ্গন। ইছামতি সীমান্তের মানুষ এখন হুমকির মুখে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্ত নদী ইছামতির দেবহাটা কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের হাজারো মানুষ। যে কোন মুহুর্তে বেড়িবাধ ভেঙ্গে প্লাবিত হয়ে নদীর পানিতে তলিয়ে যেতে পারে নি¤œাঞ্চলের গ্রামগুলো। নষ্ট হতে পারে ফসলি জমি। প্রাণহানি ঘটতে পারে শিশু-বৃদ্ধ, পশু-পাখি সহ সাধারণ মানুষ। নদীতে জাল ঠেলা ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বেড়িবাধ ভাঙ্গন দেখা দিচ্ছে বলে মনে করেন সাধারণ মানুষ। সরেজমিনে যেয়ে দেখা যায়, অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ, নদীতে জাল ঠেলা ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেবহাটার নাংলা, বসন্তপুর, দেবহাটা, ভাতশালা, টাউনশ্রীপুর, সুশীলগাতী, শীবনগর সহ কয়েকটি স্থানের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত বছরে যে সামান্য পরিমাণের কাজ করা হয়েছিল সেসব স্থান ছাড়াও নতুন নতুন স্থানে আবারো ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় আতঙ্ক আরও বেড়ে চলেছে। দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, নদী ভাঙ্গনের অনেক কারণ রয়েছে। যার মধ্যে নদীর আশেপাশের এলাকায় অপরিকল্পিতভাবে মাছ চাষ ও অবৈধভাবে বালু উত্তোলন প্রধান কারণ। স্থানীয় কিছু প্রভাবশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে নদী থেকে বালু তোলার কারণে নদীর বাঁধ নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে উপজেলার সুশীলগাতি এলাকায় মেশিনের সাহায্যে বালু তোলা হচ্ছে। বড় কোনো জোয়ার বা বৃষ্টি হলেই বেড়িবাঁধগুলো যেকোনো সময় পুরাপুরি ভেঙে যেতে পারে। তাই এসব সমস্যা আশু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। কালীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (এসও) ওবায়দুল হক মল্লিক জানান, বিষয়টি উপর মহলকে জানানো হয়েছে। বাজেট পাওয়া গেলেই কাজ শুরু করা হবে।