ডুমুরিয়ায় এক বিধবার জমি জবর দখলের পায়তারা !

0
311

ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক বিধবার প্রায় ৫ যুগ ভোগ দখলীয় জমিতে অবৈধ ভাবে জবর দখলের পায়তারা করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। উপয়ান্ত না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিধবা শাহিনা খাতুন। এরপরও থেমে নেই প্র্রতিপক্ষের জবর দখলের পায়তারা বলে জানিয়েছেন ভুক্তভোগী শাহিনা খাতুন। ঘটনাটি উপজেলার গুটুদিয়া ্এলাকায়। আদালতে দায়েরকৃত মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গুটুদিয়া এলাকায় মৃত আবুল কালাম আজাদের স্ত্রী শাহিনা খাতুন গুটুদিয়া মৌজায় এসএ ও আরএস রেকর্ডীয় মালিক হইয়া ক্রয় ও পৈত্রিক সূত্রে ২৩শতাংশ জমি ৫৭ বছর ধরে ভোগ দখল করে আসছে। প্রভাবশালী প্রতিপক্ষ জাহাঙ্গীর মোড়ল,জাহিদুল মোড়ল,সামছুল হকসহ ৫/৬জন ওই জমির মালিকানা দাবি করে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির বড় বড় গাছপালা কর্তনসহ ঘর-বাড়ী নির্মাণের পায়তারা চালিয়ে আসছে। এ ঘটনায় বিধবা শাহিনা খুলনা যুগ্ম জেলা জজ ২য় আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গত ১৮ সেপ্টেম্বর বিবাদিদের আগামী ২০২০ সালের ৫ জানুয়ারী জবাব দাখিলের জন্য সমন জারি করেন। এমতবস্থায় প্রভাবশালী ওই প্রতিপক্ষ গত সোমবার রাতের আঁধারে আবারও ওই জমি জববর দখলের চেষ্টা চালায়। বাঁধা দিতে গেলে জীবননাশ সহ বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি ও মিথ্যা মামলার হুমকিক দিয়েছে বলে ভূক্তভোগী পরিবার জানান। এ ঘটনায় যথার্থ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।