ডুমুরিয়া হাসপাতালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সম্পর্কিত সভা

0
439

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
ডুমুরিয়ায় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সম্পর্কিত অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক এক আলোচনা সভা মঙ্গলবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মাহফুজা খানম, ডাঃ সাইফুল আলম, সাংবাদিক মাহাবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৩ হাজার ১৮৪জন ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ২২ হাজার ৬৭১জন শিশুকে স্থায়ী ৩৫৩টি টিকা কেন্দ্রে এবং ৪টি ভ্রাম্যমান টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।