ডুমুরিয়ায় ৪২ জামায়ত-শিবির কর্মীকে আসামী করে মামলা : গ্রেফতার-৭

0
409

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় নাশকতার অভিযোগে ৭ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (৫ নভেম্বর) পুলিশের এসআই সিরাজুল ইসলাম বাদি হয়ে ৪২জন জামায়াত-শিবির নেতা-কর্মীসহ ১২০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রোববার রাতে উপজেলার চেচুড়ি মাঝের পাড়া প্রাথমিক বিদ্যালয়ে জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশ্যে অবস্থান নিয়ে বৈঠক করছে। এ সময় পুলিশের ্একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মীকে আটক করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে শতাধিক নেতা-কর্মী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪টি ককটেল, ১টি হেমার, ২টি শাবল, ২টি হাতুড়ি, ১১টি বাঁশের লাঠি ও ১০টি হেক্সার ব্লেড উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন টোলনা এলাকার ফারুক বিশ্বাস (৪৮), বিল্লাল শেখ (৪৫), আছাবুর শেখ (৩০), বায়েজিদ হালদার (৩০), মান্দ্রা এলাকার রাশেদুল সরদার (৪৫), হুমায়ুন মোল্যা (৪২) ও চেচুড়ি এলাকার তোফাজ্জেল হোসেন (৪৯)। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ হাবিল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটকদের জেল-হাজতে প্রেরন করা হয়েছে।