ডুমুরিয়ায় সবজি ক্ষেতে ঘাস নিধন ক্যামিক্যাল স্প্রে করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

0
171

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় পূর্ব শত্রæতার জের ধরে হতদরিদ্র এক কৃষকের সবজি ক্ষেতে ঘাস নিধন ক্যামিক্যাল স্প্রে করে ৭৫ শতাংশ জমিতে রোপিত ফলন্ত উচ্ছে গাছ মেরে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার। শুক্রবার দিবাগত রাতে উপজেলার উলা গ্রামস্থ ডোলভাঙ্গা বিলে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়,উলা গ্রামস্থ মৃত আঃ মজিদ সানার ছেলে ছলেমান সানা প্রতি বছরের ন্যায় এ বছরেও ডোলভাঙ্গা বিলে ৭৫ শতাংশ জমি চড়ামূল্যে হারিতে নিয়ে লক্ষাধিক টাকা ব্যয়ে উচ্ছে চাষ করেছে। ওই উচ্ছে ক্ষেতে ব্যাপক ফলন দেখা দেয়ায় সোনালী স্বপ্নে বুক বেধেঁছিল পরিবারটি। কিন্তু সে আশায় বালি। সম্প্রতি ওই ক্ষেতে ছাগল আসাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় পার্শ্ববর্তি এক পরিবারের সাথে। তারই জেল ধরে ঘটনার রাতে ফলন্ত ক্ষেতে ঘাস নিধন ক্যামিক্যাল স্প্রে করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে বলে পরিবারটি জানান। স্থানীয় ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন জানান, এ কেমন শত্রæতা! এতে পথে বসবে পরিবারটি। যেই এ ঘটনা ঘটাক তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তিনি।