ডুমুরিয়ায় সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বখ্যাত কবিয়াল অসিম সরকার

0
1248

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ার পূর্ব জিলেরডাঙ্গায় সীমা স্মৃতি বিদ্যাপীঠ মাঠে জগতের সকল মায়ের আত্মার শান্তি কামনায় ২দিন ব্যাপী ১৮তম সনাতন ধর্মীয় অনুষ্ঠান সম্পন হয়েছে। বিশিষ্ট সমাজসবক ও সীমা স্মৃতি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার রায়ের ব্যাক্তি উদ্যোগ অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার উপ-মহাদেশের সাড়া জাগানো কবিয়াল ভারতের আসীম কুমার সরকারের পরিবেশনায় কবিগান অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা হতে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কবি ভক্তবৃন্দ সীমা স্মৃতি বিদ্যাপীঠ মাঠে আসতে শুরু করে। সন্ধ্যার আগেই মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভক্তদের আগমনে। এরপর বিশ্বখ্যাত অসীম সরকার মঞ্চ প্রবেশ করে কবিগান পরিবেশন করেন। রাত ১০টায় কীর্ত্তণ যাত্রাপালা ‘দাতাকর্ণ’ অনুষ্ঠিত হয়। উদ্বাধনী অনুষ্ঠানে (বুধবার) পরহিত্য করেন যশোরের প্রভুপাদ আচার্য্য যুগোল কিশোর গোস্বামী। মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন ও অধিবাস কীর্ত্তন করেন ডুমুরিয়ার জিয়ালতলা মহামায়া আশ্রম অধ্যক্ষ নারায়ণ গোস্বামী।