ডুমুরিয়ায় ব্যতিক্রমী ভেলা বাইচ

0
381

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহি কলার গাছের ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শ্যামা পূজা উপলক্ষে উপজেলার গুটুদিয়া সার্ব্বজনীন মঠ আশ্রম কমিটির আয়োজনে মঠ সংলগ্ন দিঘিতে আয়োজিত প্রতিযোগিতায় ১১টি ভেলা দল অংশ গ্রহন করে। ব্যতিক্রমী এই ভেলা বাইচ দেখতে দিঘির দু‘পাড়ে শিশু-কিশোর,নারী,পূরুষসহ বিপুল সংখ্যাক লোকের সমাগম ঘটে।প্রতিযোগিতায় গুটুদিয়া গ্রামের জয়মা নামক ভেলা দল ১ম,গুটুদির মা-দুর্গা দল ২য় ও বান্দার শেখ রাসেল স্মৃতি সংসদ তৃতীয় স্থান অধিকার করে। এরপর মঠ কমিটির সভাপতি কৃষ্ণদাস রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসান গাজী, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, ইউপি সদস্য সরদার মাসুদ রানা.তীর্থ প্রসাদ মন্ডল। মঠের সাধারণ সম্পাদক সুব্রত কুমার ফৌজদার, ডাঃ শংকর মহলদার ও সীমান্ত মন্ডলের পরিচালনায় আরো বক্তব্যদেন সুনিল মন্ডল, অশোক মন্ডল, তুষার কবিরাজ, রতন মন্ডল, হারান মন্ডল, শ্যামল সরকার, রঞ্জন মন্ডল, সুব্রত মন্ডল, গোবিন্দ সরকার, ধ্রুব কবিরাজ, সমরেশ মন্ডল, নিরুপম কবিরাজ, দিপক বিশ্বাস, প্রশান্ত গোলদার, তপন মন্ডল, ভাষ্কর মন্ডল, অজয় ফৌজদার, হিরামন মন্ডল, গোপাল কবিরাজ প্রমূখ।সভা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন,২য় ও ৩য় পুরস্কার স্ট্যান্ড ফ্যান বিতরন করা হয়।