ডুমুরিয়ায় পাটজাত পণ্য ব্যবহার নিয়ে সেমিনার

0
194

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার, আইন-২০১০ এবং বিধিমালা-২০১৩ প্রয়োগ, বাস্তবায়ন ও পাটখাতে বিনিয়োগ আকর্ষণ শীর্ষক এক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাট অধিদপ্তর’র মুখ্য পরিদর্শক রাধেশ্যাম নাথ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। স্বাগত বক্তব্য দেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আলিম। বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, অফিসার ইনচার্জ অপারেশন আকরাম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, এএম আকতার হোসেন, মোঃ মুজিবুর রহমান, ডাঃ গৌর কিশোর রায়, ব্যবসায়ী এম এম হাবিবুর রহমান প্রমূখ।