ডুমুরিয়ায় নানা আয়োজনে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত

0
209

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সুফিয়ান রুস্তম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,আ’লীগনেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার প্রমূখ। এছাড়া উপজেলা চত্ত্বরে চোখের গ্লুকোমা ও করোনা ভাইরাস এবং শ্বাস-কাশ বিষয়ক মেডিকেল ক্যাম্প বসিয়ে ফ্রি চিকিৎসা দেয়া হয়।বিকেলে উপজেলা আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কাটা,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
।উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ন চন্দ্র চন্দ এমপি।আছফর হোসেন জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্যদেন জেলা আ’লীগনেতা এবিএম শফিকুল ইসলাম,এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল,সরদার আবু সাঈদ,নাজিবুর রহমান,সরদার আবু সালেহ,খান আবু বক্কার,প্রভাষক জিএম ফারুক হোসেন,গোবিন্দ ঘোষ,মোল্যা সোহেল হোসেন,ইকবাল হোসেন, মেহেদী হাসান রাজা,মাসুদ রানা,খান আবুল বাসার,শাহজালাল মোড়ল,গাজী রবিউল ইসলাম, আলামিন গাজী প্রমূখ।দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রাজ্জাক।
এছাড়া ডুমুরিয়া মহাবিদ্যালয়ে পুষ্পমাল্য অর্পন শেষে অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যদেন অধ্যাপক নারায়ন মন্ডল,শিশির কুমার সিংহ,মাগফুরা খানম,নুরুল ইসলাম খান প্রমূখ।ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউব হোসাইনের নেতৃত্বে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঝরঝরিয়া বীনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুষ্পঅর্পন,চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রধান শিক্ষক পবিত্র কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।অনুরুপভাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্দ্যোগে দিবসটি পালিত হয়।