ডুমুরিয়ায় জমি দখলকে কেন্দ্র করে টানটান উত্তেজনা

0
199

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যা যে কোন মুহহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতে পারে। উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। উপায়ন্ত না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে একটি পক্ষ। এলাকাবাসি ও আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় মৃত মনোয়ার বিশ্বাসের ছেলে পুরঞ্জন বিশ্বাস ওয়ারেশ ও ক্রয়সূত্রে ২২ শতাংশ জমি দীর্ঘদিন ভোগদখল করে আসছে। এদিকে একই এলাকার মনোহর বিশ্বাসের পুত্র রাজেন্দ্র, ব্রজেন ও মেঘনাথ বিশ্বাস ওই জমির মালিকা দাবি করে জবর দখলের চেষ্টা চালাতে থাকে। তারই জের ধরে গত ২০ নভেম্বর সকালে প্রতিপক্ষ রাজেন্দ্রনাথ বিশ্বাসসহ ৫/৬জন দা,লাঠিসোটা নিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। উপায়ন্ত না পেয়ে গত ২৩ নভেম্বর পুরঞ্জন বিশ্বাস খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে ১৪৫(১) ধারামতে ২য় পক্ষকে নালিশী জমির দখল বিষয়ে লিখিত বিবৃতি দাখিল ও শান্তি শৃংখলা রক্ষার্থে ওসি ডুমুরিয়াকে নির্দেশ দিয়েছেন।