ডুমুরিয়ায় চিংড়ী ডিপো মালিকদের প্রশিক্ষণ কর্মশালা

0
250

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল‘র আয়োজনে ও টিএমএসএস’র সহযোগিতায় চিংড়ী ডিপো মালিক ও আড়তদারদের আহরণোত্তর পরিচর্যা, স্বাস্থ্যবিধি, খাদ্য নিরাপত্তা ও হ্যাসাপ নীতিমালা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন প্রকল্পের জেলা পরিচালক প্রীতিশ কান্তি মল্লিক। এসময় উপস্থিত ছিলেন এফআইওসি লিপটন সরদার, ফার্মিং স্পেশালিষ্ট মোঃ আশরাফুল হক, ইউএইএম কমল কান্তি দাশ ও এএফএফ নাসির উদ্দিন গাজী। প্রশিক্ষণে ২০ জন চিংড়ী লাইসেন্সধারী ডিপো মালিক অংশ গ্রহণ করেন।