ডুমুরিয়ায় চিংড়ি চাষিদের নিয়ে সিআইজি প্রশিক্ষণ মূলক কর্মশালা

0
159

চুকনগর প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলার ১৪নং মাগুরখালী ইউনিয়নের হোগলাবুনিয়া সিআইজি (মৎস্য) সমবায় সমিতি লি: এর ২০ জন সিআইজি চাষি ও ১০ জন নন সিআইজি চাষি এবং মাগুরখালী সিআইজি (মৎস্য) সমবায় সমিতি লি: এর ২০ জন সিআইজি চাষি ও ১০ জন নন সিআইজি চাষি সর্বমোট ৬০ জন সিআইজি নন সিআইজি চিংড়ি ও মাছ চাষি সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় চাষিগন তাদের মাছ ও চিংড়ি চাষ সংক্রান্ত নানান অভিজ্ঞতা বিনিময় করেন। কর্মশালায় বক্তব্য প্রদান করেন মো. আবুবকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ডুমুরিয়া, খুলনা। আরও বক্তব্য রাখেন মো. রায়হানুল হাসান, সম্প্রসারন কর্মকর্তা, চিত্তরঞ্জন পাল, সহকারী মৎস্য কর্মকর্তা, এস. এম. সাদ্দাম হোসেন, ক্ষেত্র সহকারী, বিশ্বজিৎ সরদার, ক্ষেত্র সহকারী, শেখ ইভান আহমেদ, ক্ষেত্র সহকারী, আব্দুস সালাম বিশ্বাস, ক্ষেত্র সহকারী। কর্মশালার সার্বিক সমন্বয় করেন মাগুরখালী ইউনিয়নে এনএটিপি-২ এর স্থানীয় মৎস্য সম্প্রসারন কর্মী (লিফ) রামপ্রসাদ সানা।