ডুমুরিয়ায় কৈয়া-শরাফপুর পাউবো’র ভেঁড়ীবাঁধ ছিদ্র হয়ে লবন পানি প্রবেশ : হুমকির মুখে বোরো আবাদ

0
287

এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় কৈয়া বাজার থেকে শরাফপুর অভিমুখী ২৯নং পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের ভেঁড়ী বাাঁধে ৪টি পয়েন্টে ছিদ্র হয়ে লবন পানি প্রবেশ করছে ভিতরে।এতে ওই পোল্ডারের আওতায় প্রায় অর্ধশত একর আবাদি জমি বোরো চাষে হুমকির সম্মুখীন হয়েছে। ফলে স্থানীয় কৃষক চলতি বছরে বোরো আবাদ করতে পারবে কি পারবে না এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তারা।অপরদিকে সদ্য দেখা দেয়া ছিদ্রগুলি বন্ধ করা না হলে বড় ধরনের গোগায় পরিনত হয়ে জনবহুল সড়ক ধ্বসে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে। সরেজমিনে গিয়ে ইউপি সদস্য বনমালী মন্ডল,কৃষক সুভাষ চন্দ্র রায়,আ্য়ুব বিশ্বাস,নিতাই রায়সহ অনেকের সাথে কথা বলে জানা যায়,কৈয়া বাজার থেকে উপজেলার শারাফপুর বাজার অভিমূখে পানি উন্নয়ন বোর্ডের ভেঁড়ী বাাঁধের তেলিখালী স্লুইচ গেটের দু’পাশ ও তেলিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশ মিলে মোট ৪টি ছিদ্র হয়েছে।প্রায় ১৫দিন হল ওই ছিদ্র দিয়ে লবন পানি ওয়াপদার ভিতরে প্রবেশ করে প্রায় অর্ধশত একর আবাদি জমি লবন পানি বন্দি হয়ে পড়েছে।যা বোরো চাষের জন্য ব্যাপক হুমকি হয়ে পড়েছে।চলতি মৌসুমে আমরা বোরো আবাদ করতে পারবো কি পারবো না এ নিয়ে দারুন দুশ্চিন্তায় রয়েছি।উপায়ন্ত না পেয়ে নিজেরা বার বার উদ্দোগ নিয়েও প্রতিকার পাচ্ছি না।আশু ব্যবস্থা না নিলে পানির চাপে একদিকে আবাদি জমি, অন্যদিকে সড়কটিও হুমকির মুখে পড়বে।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস জানান,এ ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিষদের অর্থায়নে আশু গোগা বন্ধের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম বলেন,বিষয়টি নলেজে রয়েছে।তড়িৎ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।এ প্রসঙ্গে কথা হয় পানি উন্নয়ন বোর্ড খুলনা উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও এসও রাশেদুজ্জামানের সাথে তারা একই সুরে সুর মিলিয়ে বলেন স্থানীয় কৃষক আঃ মান্নান গাজীসহ অনেকেই ভেড়ী বাঁধের বাইরে পাউবোর জায়গা খনন করে লবন পানি তুলে মাছ চাষ করে আসছে।যে কারনে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। তাদের পাউবোর জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে।ছেড়ে না দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এ ছাড়া সৃষ্ট সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।