ডুমুরিয়ায় ক্ষুধার্ত মানুষের মাঝে চাল বিতরণ

0
248

ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের ২০ টি অসহায় পরিবারের মাঝে ব্যেক্তি উদ্যোগে চাল বিতরণ করেছেন,এফএম রফিকুল ইসলাম।
উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী গ্রামে ২০ টি অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে এই চাল বিতরণ করা হয়।করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) থাবায় নাকাল ডুমুরিয়ার গোনালীর দুস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের মাঝে এই চাল বিতরণ করেছেন গোনালী গ্রামের বাসিন্দা এফএম রফিকুল ইসলাম। জানাযায়, এর আগেও তিনি প্রথম ধাপে বেশ কিছু পরিবারের মাঝে চাল বিতরণ করেন।
এফএম রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বিস্তার লাভ করছে। সামনে আরো ভয়াবহ রূপ নিতে পারে। করোনাভাইরাস বিস্তার রোধে সতর্ক ও জনসচেতনতা কোনো বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।সেই জন্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়েছি। আমার ইউনিয়নের নয়টি ওয়ার্ড ব্যাপি পর্যায়ক্রমে গরীবের মাঝে চাল বিতরণ করবো ইনশাআল্লাহ।এবং সকলকেই একসাথে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। এসময় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, মোঃ মুনছুর মোড়ল,মোঃ হাফিজুল শেখ,শহিদুল শেখ,সাংবাদিক মোক্তার হোসেন প্রমুখ।