ডুমুরিয়ার মাগুরাঘোনা মাধ্যমিক বিদ্যালয়’র সিমানা নির্ধারণ

0
139

চুকনগর প্রতিনিধি:
খুলনা ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মোট জমির সীমানা নির্ধারণ করা হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার জনাব আব্দুল ওয়াদুদ এর নিকট আবেদনের প্রেক্ষিতে তার নির্দেশক্রমে জমির সিমানা নির্ধারণ কাজ করা হয়।
১৪ মার্চ রবিবার মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দের উপস্থিতি জমি মাপার কাজ শুরু হয়। স্থানীয় সুধীজন ছাড়াও স্কুল সীমানার চৌহদ্দির জমির মালিক গন ও স্কুলের সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে জমির সীমানা নির্ধারণী কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন চুকনগর কলেজের সাবেক অধ্যক্ষ ও খুলনার জেলা আ’লীগের সহ-সভাপতি এ বি এম শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম (ব্রাউন)। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার মোঃ মাসুদ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু প্রভাত কুমার বৈদ্য। মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা। প্রভাষক মাসুদ রানা। ২ নম্বর মাগুরাঘোনা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মতিউর রহমান সরদার, সমাজ সেবক মহাসিন, প্রভাষক রবিউল ইসলাম (রবি), সাংবাদিক আব্দুল কুদ্দুস, ডালিম হোসেন, নান্নু, লিটন প্রমুখ।