শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে সভা

0
120

খবর বিজ্ঞপ্তি:
খুলনার ৮০’র দশকের ছাত্রনেতা বিএল কলেজের সাবেক জিএস, খুলনা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শরীফ শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা ও পরিচালনা করেন এম এ কাশেম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑএস এম মারুফ হোসেন, শাহীন জামাল পন, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, এড. মোঃ বাবুল হাওলাদার, এস এম ইকবাল হোসেন বিপ্লব, মহেন্দ্র নাথ সেন, আফজাল হোসেন রাজু, শেখ আতাউর রহমান, হাফিজুর রহমান হাফিজ, এ এস এম নুরুল আলম ময়না, মোঃ শহিদুল ইসলাম সবুজ, এস এম রহিম, মোঃ সিদ্দিক প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শেখ মোঃ জাহাঙ্গীর আলমকে আহŸায়ক, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শাহীন জামাল পন, এস এম মারুফ হোসেন, এস এম ইকবাল হোসেন বিপ্লবকে যুগ্ম আহŸায়ক এবং এম এ কাশেমকে সদস্য সচিব করে শরীফ শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়। সভায় আগামী ২০ মার্চ শনিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা প্রেস ক্লাব হুমায়ুন কবীর মিলনায়তনে নাগরিক শোক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। আরও উপস্থিত থাকবেন খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দ।