ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক বাতিল

0
186

টাইমস বিদেশ:
যুক্তরাষ্ট্রের আগামী ১৫ অক্টোবরের প্রেসিডেন্সিয়াল বিতর্ক আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের অসম্মতির কারণে এই পদক্ষেপ নিয়েছে বিতর্ক কমিশন। গত ২৯ সেপ্টেম্বর রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীর মধ্যে নিউ জার্সিতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। খবর আল জাজিরার। সিপিডি’র এক বিবৃতিতে বলা হয়, ১৫ অক্টোবর মিয়ামিতে অনুষ্ঠেয় বিতর্ক বাতিল করা হয়েছে। তবে ২২ অক্টোবর চূড়ান্ত বিতর্কের তারিখ অপরিবর্তিত রয়েছে। চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন দ্বিতীয় বিতর্কে অংশ নেয়ার আগে নিরাপত্তার প্রশ্ন তুলে বলেন, করোনা পজিটিভ হওয়ায় ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নেয়াটা ঠিক হবে না। বৃহস্পতিবার ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ভার্চুয়াল বিতর্কে অংশ নেবেন না। বিতর্ক কমিশনের ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের প্রচারণা শিবির থেকে বলা হয়, ১৫ অক্ট্বোরের বিতর্ক বাতিল হওয়ার পেছনে কোনো স্বাস্থ্যগত কারণ নেই। প্রেসিডেন্ট সুস্থ ও নীরোগ।। এই বিষয়ে প্রচারণা শিবিরের এক বিবৃতিতে দ্বিতীয় বিতর্ক বাতিলের জন্য কমিশনকে দায়ী করে বলা হয়, বাইডেনকে রক্ষা এবং ভোটারদের নিরুৎসাহিত করতে কমিশন এই কাজ করেছে। বাইডেনের প্রচারণা শিবিরের পক্ষ থেকে অবশ্য ১৫ অক্টোবরের বিতর্ক বাতিল ঘোষণার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অবশ্য ২২ অক্টোবর দুই প্রার্থীই চূড়ান্ত বিতর্কে অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছে সিপিডি। টেনেসির নেসভাইলের বেলমন্ট ইউনিভার্সিটিতে ওই বিতর্ক হতে পারে। দুই প্রার্থীর মধ্যে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হয় ২৯ সেপ্টেম্বর। দুই প্রার্থীর উষ্মা ও অশালীন ভাষা প্রয়োগের মধ্য দিয়ে শেষ হয় ওই বিতর্কানুষ্ঠান। ট্রাম্প বাইডেনকে ‘বামপšি’’ ও ‘সমাজতন্ত্রী’ বলে আখ্যায়িত করেন। ওদিকে বাইডেন ট্রাম্পকে ‘বর্ণবাদী’ বলে উল্লেখ করেন। ট্রাম্প তার বক্তব্যে বাধা দিয়ে নিজে কথা বলতে চাইলে তিনি তাকে ধমক দিয়ে চুপ করতেও বলেন। ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পল বেক এই বিতর্ককে ‘ভয়ানক’ বলে এটা আদৌ বিতর্ক কিনা প্রশ্ন তোলেন।