টেস্টের চেয়ে আইপিএলকে প্রাধান্য ওকসের

0
159

টাইমস ডেক্স : আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ মে শেষ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।
আর ২ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। আইপিএল শেষ করে দেশে ফিরে নিয়মনুযায়ী কোয়ারেন্টাইনে থাকতে হবে খেলোয়াড়দের। তবে জাতীয় দলে খেলার চাইতে আইপিএলকে বেছে নিচ্ছেন অনেকেই। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের ওকসও।
কোয়ারেন্টাইন ইস্যুতে নয়, জাতীয় দলে খেলার চাইতে আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন ওকস।
দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ওকস বলেন, ‘বিশ্বকাপের আগে আইপিএল, এটি দারুন এক সুযোগ। আইপিএল খেলতে গিয়ে জাতীয় দলের খেলা ছাড়তে হলে, তাই করতে হবে। পরিস্থিতির কারনে আইপিএলকেই প্রাধান্য দিতে হচ্ছে।’
তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে না খেলতে পারলেও, দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন ওকস। তিনি বলেন, ‘আমি যদি দিল্লির হয়ে খেলার সুযোগ না পাই, তবে দলের কোচ রিকি পন্টিংয়ের সাথে কথা বলবো। কারন আমি জাতীয় দলের হয়ে খেলতে চাই।’