টেকসই কৃষি উন্নয়নে গণমাধ্যম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0
197
????????????????????????????????????

তথ্য বিবরণী: সোমবার খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে ‘টেকসই কৃষি উন্নয়নে গণমাধ্যম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের অওতায় কৃষি তথ্য সার্ভিসের খুলনা আঞ্চলিক কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডিএই’র ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা এবং বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন। স্বাগত জানান এআইএস এর প্রকল্প পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ এসএম ফেরদৌস এবং খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুনর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি তথ্য সার্ভিস খুলনার আঞ্চলিক বেতার কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি। কর্মশালায় খুলনা, যশোর ও ফরিদপুর অঞ্চলের সকল কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মীসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।