টুঙ্গিপাড়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত

0
171

টুঙ্গিপাড়া প্রতিনিধি:
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে কুশলী ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াসুর রহমান। উদ্বোধনী শেষে সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, কুশলি ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার উদ্দেশ্যে ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সারাদেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। তাই উন্নয়ন কর পরিশোধ করতে জাতীয় পরিচয় পত্র, ছবি, নামজারি খতিয়ানের সর্বশেষ ফটোকপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি ও মোবাইল নাম্বার সহ ইউনিয়ন ভূমি অফিসে জমা দেয়ার জন্য ভূমি মালিকদের অনুরোধ ও সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

খুলনা টাইমস/এমআইআর